ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: মিয়ানমারে ৮ নভেম্বরের সাধারণ নির্বাচন। চলছে রাজনৈতিক দলগুলোর প্রচার প্রচারণা। ইতোমধ্যে প্রচারণা শুরু করেছে ক্ষমতাসীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি-এনএলডি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নেপিদোর দলীয় কার্যালয়ে নির্বাচনি প্রচারণার উদ্বোধন করেন স্টেট কাউন্সিলর এবং এনএলডি নেত্রী অং সান সু চি।
অবশ্য করোনার কারণে সামাজিক দূরত্ব মেনেই চলবে প্রচারণা। গেল ২৪ ঘণ্টায় আরও ৯২ জন শনাক্তের পর দেশটিতে আক্রান্ত ১ হাজার ৬শ ছাড়িয়েছে। বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুন ছাড়াও রাখাইন রাজ্য পুরোপুরি লকডাউনে রয়েছে।
নেপিদোসহ বিভিন্ন শহরে চলাচলেও রয়েছে নিষেধাজ্ঞা। জনমত জরিপ বলছে, ফের জয় পাবে সু চির নেতৃত্বাধীন এনএলডি এবং ক্ষমতায় থাকছেন সু চিই। এনএলডির প্রধান প্রতিপক্ষ সাবেক জেনারেলদের নিয়ে গঠিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি।