ইন্টারন্যাশন্যাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: কানাডার ওন্টারিও শহরে আত্মীয়র পরিবারের ৪ সদস্যকে হত্যা করে নিজেই আত্মহত্যা করেছেন এক বন্দুকধারী। এ ঘটনায় ওই বন্দুকধারীসহ মোট নিহত হয়েছেন ৫ জন। গুলিবিদ্ধ এক বয়স্ক নারী আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানিয়েছে, মাইকেল লাপা নামে ৪৮ বছর বয়সী ওই ব্যক্তি শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে একাই সবাইকে গুলি করে হত্যা করে এবং পরে সে নিজেই আত্মহত্যা করে।
ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। তদন্তকারীরা বলছেন, তারা এ ঘটনার মোটিভ খুঁজে বের করার চেষ্টা করছেন।
জর্জ টুডো নামে পুলিশের এক কর্মকর্তা জানান, গোলাগুলিতে চার পুরুষ এবং এক নারী নিহত হয়েছেন। এর মধ্যে দু জনের বয়স ১৮ বৎসরের কম।পুলিশ কর্মকর্তারা আরো জানান, ওই বাড়িতে ৫০ বছর বয়সী এক নারীকে আহত অবস্থায় পাওয়া গেছে।