ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: বেলারুশে আবারও দেশটির প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়েছে। পুলিশি নিষেধাজ্ঞা অমান্য করায় গ্রেফতার করা হয় শতাধিক বিক্ষোভকারীকে। এদিন দেশটির স্বাধীনতা চত্ত্বরে অনুষ্ঠিত বিক্ষোভে অংশ নেয় লক্ষাধিক মানুষ।
পুলিশি নিষেধাজ্ঞা উপেক্ষা করে রোববার সকাল থেকেই বেলারুশের রাজধানী মিনস্কের স্বাধীনতা চত্বরে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে হাজির হতে থাকেন সরকার বিরোধী বিক্ষোভকারীরা। দুপুর গড়াতেই স্বাধীনতা চত্বর পরিণত হয় জনসমুদ্রে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয় কয়েক হাজার দাঙ্গা পুলিশ। প্রেসিডেন্ট বিরোধী নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
বিক্ষোভকারীরা জানান, আমি এখানে এসেছি বিতর্কিত নির্বাচনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। যারা সরকারবিরোধী আন্দোলনে নেমেছেন আমি তাদের প্রতি একাত্মতা ঘোষণা করছি।
দিনভর শান্তিপূর্ণ পরিবেশ থাকলেও, এক পর্যায়ে বিক্ষোভকারীদের একটি দল পুলিশের ব্যারিকেড অতিক্রম করে প্রেসিডেন্টের বাসভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে, বাধা দেয় পুলিশ। এসময়, বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ বাধলে পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান ও কাঁদানে গ্যাস ছোড়ে দাঙ্গা পুলিশ। এতে, আহত হন বেশ কয়েকজন। বিক্ষোভকারীদের মধ্য থেকে বেশ কয়েকজনকে আটকও করে পুলিশ। এসময়, সংঘর্ষের খবর সংগ্রহ করতে গেলে বাধা দেয়া হয় দেশি-বিদেশি গণমাধ্যমকর্মীদেরকেও।