ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা কেলিয়ান কনওয়ে দায়িত্ব থেকে অব্যাহতি নেয়ার ঘোষণা দিয়েছেন। কনওয়ে গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারের সময় ট্রাম্পের বিশ্বস্ত মুখপাত্র হিসেবে পরিচিতি পান।
সোমবার কনওয়ে বিবৃতিতে বলেন, ‘আগস্ট শেষ হলেই আমি হোয়াইট হাউজ থেকে নিজেকে সরিয়ে নেব। আমি পরিবারকে আরও সময় দিতে চাই।’
মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়, আরেকটি নির্বাচনের মাত্র দুই মাস আগে কনওয়ের চলে যাওয়া ট্রাম্পের কাজগুলো আরও কঠিন করে দেবে। আগেরবার প্রচারের সময় এই নারী কর্মকর্তা একা অনেক কিছু সামলান।
কনওয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী, যিনি কোনো প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে সফল হন। কিন্তু করোনা আসার পর তার কাজ কমে যায়।
এদিকে মার্কিন গণমাধ্যম জানিয়েছে ট্রাম্পের সঙ্গে কেলিয়ানের একটা অস্বস্তি তৈরি হয়েছে তার স্বামী জর্জকে নিয়ে। জর্জ কনওয়ে ট্রাম্পের কঠোর সমালোচক।