ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা বলছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব বোন কিম ইয়ো জংয়ের হাতে তুলে দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।
ইদক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা বলছে, রাজধানী সোলে দেশের পার্লামেন্টে এক শুনানিতে গোয়েন্দা সংস্থার নতুন প্রধান বলেন, কিম ইয়ো জং জাতীয় নিরাপত্তা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন।
তিনি বলেন, মিস কিম এখন উত্তর কোরিয়ার জাতীয় গোয়েন্দা বিভাগের দায়িত্ব ছাড়াও যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া সম্পর্কিত নীতির প্রধান নির্ধারক। মিস কিম এখন প্রকৃতপক্ষে দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি।
বলা হয়েছে, নিজের বোন ছাড়াও বেশ কিছু ক্ষমতা ঘনিষ্ঠ কিছু সহযোগীর হাতেও তুলে দিয়েছেন কিম জং উন