ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: হংকং-এ বিতর্কিত নিরাপত্তা আইনের আওতায় গ্রেফতার হলেন মিডিয়া টাইকুন জিমি লাই। বহির্বিশ্বের সঙ্গে আঁতাতের অভিযোগে স্থানীয় সময় সোমবার (১০ আগস্ট) সকালে তাকে গ্রেফতার করা হয়েছে। ধন কুবের ব্যবসায়ী জিমি লাইকের নিজস্ব সংবাদপত্রের দপ্তরগুলোতেও অভিযান চালিয়েছে পুলিশ।
ভোরে পুলিশ বাড়ি থেকে তাকে ধরে নিয়ে যায় বলে তার মালিকানাধীন সংবাদপত্র অ্যাপল ডেইলির প্রতিবেদনে বলা হয়েছে। এ বিষয়ে হংকং প্রশাসন বলছে, হংকং-এ চালু হওয়া নতুন নিরাপত্তা আইন লঙ্ঘনের সন্দেহে তাকে আটক করা হয়েছে। এমন অভিযোগে আরও সাত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আরও গ্রেপ্তার হতে পারে বলে জানিয়েছে তারা।
চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের নতুন নিরাপত্তা আইনে গ্রেপ্তারদের মধ্যে লাই সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। ৩০ জুন হংকং-এ কঠোর এই নিরাপত্তা আইনটি চালু করে বেইজিং, ফলে তীব্র নিন্দা জানিয়েছে পশ্চিমা দেশগুলো। লাই চীন শাসিত হংকংয়ে গণতন্ত্রপন্থি বিশিষ্ট বক্তা এবং গত বছরের গণআন্দোলনের সমর্থক ছিলেন। একই সঙ্গে তিনি বেইজিংয়ের একজন কড়া সমালোচকও বটে।
এদিকে, লাইয়ের দুই ছেলেকে এবং তার মালিকানাধীন নেক্সট ডিজিটাল লিমিটেডের দুই জ্যেষ্ঠ নির্বাহীকেও গ্রেপ্তার করা হয়েছে বলে গ্লোবাল টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে। ফেসবুক পেইজে অ্যাপল ডেইলির করা লাইভস্ট্রিম পোস্টে দেখা গেছে, বহু পুলিশ কর্মকর্তা সংবাদপত্রটির প্রাঙ্গণে প্রবেশ করে গোপন নথিপত্রে তল্লাশি চালাচ্ছে। এসময় কয়েকটি কক্ষ লাল টেপ দিয়ে বন্ধ করে দেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
পুলিশ জানিয়েছে, তাদের কাছে আদালতের পরোয়ানা আছে। এজন্য নিরাপত্তা আইন অনুযায়ী পুলিশ বিশেষ পরিস্থিতি ছাড়াই ওই কার্যালয়ে তল্লাশি, নথি, উপকরণ ও আর্থিক সম্পদ জব্দ করতে পারবে।
হংকংয়ের গণতন্ত্রের পক্ষে সমর্থন অব্যাহত রাখার জন্য লাই প্রায় সময় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে যেতেন বলে জানা গেছে। সেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। আর এসব কারণে তাকে বিশ্বাসঘাতকের তকমা দিয়েছে বেইজিং।