ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: আফ্রিকার দেশ নাইজারে বন্দুক হামলায় ছয় ফরাসি ত্রাণকর্মীসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপিসহ বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় রোববার ১১:৩০ মিনিটে তিল্লাবেরি অঞ্চলে এক অস্ত্রধারী অতর্কিত হামলা চালায়। এতে গুলিবিদ্ধ হলে হতাহতের ঘটনা ঘটে।
হামলায় ফ্রান্সের ছয় নাগরিক নিহতের বিষয়টি নিশ্চিত করেছে ফরাসি প্রেসিডেন্টের কার্যালয়ও। তারা ফ্রান্সের বেসরকারি আন্তর্জাতিক ত্রাণ তহবিলে কাজ করতো বলে জানা গেছে। এ বিষয়ে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো নাইজারের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন। জড়িতদের গ্রেফতারে বিভিন্ন জায়গায় তল্লাশি বসিয়েছে নাইজার প্রশাসন।
তবে হামলায় কারা জড়িত তা এখনো জানা যায়নি। স্থানীয় জিহাদী সংগঠনগুলো সম্প্রতি দেশটিতে তৎপর হয়ে উঠেছে বলে খবরে বলা হয়েছে।
নাইজার এক সময় ফ্রান্সের ঔপনিবেশ ছিল। দেশটিতে বিভিন্ন কাজে এবং ভ্রমণে যান ফরাসিরা। গুপ্ত হামলাসহ নানা কারণে দিনদিন বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে নাইজার। সশস্ত্র জঙ্গি গোষ্ঠী বোকো হারাম, আল-কায়েদা, আইএসের কার্যক্রম চোখে পড়ার মতো আফ্রিকায়।