কুমিল্লা প্রতিনিধি, এইউজেডনিউজ২৪: কুমিল্লার লাকসামে অনুমোদনহীন নকল ওষুধ প্রস্তুত ও বাজারজাতের দায়ে দুটি প্রতিষ্ঠানকে এক লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন, ভ্রাম্যমাণ আদালত। র্যাব জানায়, গতকাল রবিবার (৯ আগস্ট) বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসনের সহায়তায় র্যাব ১১ একটি দল জংশন বাজারে অভিযান চালায়।
এসময় অনুমোদনহীন ভেজাল ওষুধ তৈরি করায় টেলি হেলথ শপের মালিক আরিফকে এক লাখ, মার্কেটিং ম্যানেজার জাহিদুল ইসলামকে ৫ হাজার ও জার্মান হোমিও ক্লিনিকের মালিক জহির উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ দুটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে নকল ওষুধ তৈরি করে বাজারজাত করে আসছিলো বলে জানিয়েছে র্যাব।
কুমিল্লার লাকসামে অনুমোদনহীন নকল ওষুধ প্রস্তুত ও বাজারজাতের দায়ে দুটি প্রতিষ্ঠানকে এক লাখ ৫৫ হাজার টাকা জরিমানা
বিশেষ বুলেটিন
0 Views