বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক, এইউজেডনিউজ২৪: রোববার রাত ১২টার পর অর্থাৎ সোমবারে মেরামত শেষে ইন্টারনেটে স্বাভাবিক গতি ফিরেছে। বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান বলেন, স্কাবেটর মেশিন দিয়ে বালু তুলতে গিয়ে পটুয়াখালীতে সাবমেরিন কেবল কেটে ফেলায় গতকাল দুপুর থেকে সারাদেশের ইন্টারনেট সেবা বিঘ্নিত হয়। অস্বাভাবিকভাবে কমে যায় ইন্টারনেটের গতি। এদিকে, পটুয়াখালীতে সাবমেরিন ক্যাবল-২ এর ল্যান্ডিং স্টেশনের প্রায় তিন কিলোমিটার দূরে রবিবার (৯ আগস্ট) বেলা ১১টার দিকে পাওয়ার ক্যাবল কাটা পড়ে। তিনি আরও বলেন, নির্মাণ শ্রমিকরা বালু উত্তোলন করতে গিয়ে এক্সেভেটর মেশিন দিয়ে পাওয়ার ক্যাবল কেটে ফেলে। তারপর থেকে দেশে ইন্টারনেটে ধীর গতি ভর করে।
জানা যায়, পাওয়ার ক্যাবল কাটার পরে সাবমেরিন ক্যাবল- ১ ও আইটিসি দিয়ে দেশের ইন্টারনেট ব্যবস্থা সচল রাখা হলেও গতি ছিল কম। রবিবার বেলা ১১টা রাত ১২টা ২০ মিনিট পর্যন্ত দেশের ইন্টারনেট ৪০-৫০ শতাংশ গতি কমে যায়। সূত্র : অর্থসূচক