আইন ও আদালত ডেস্ক, এইউজেডনিউজ২৪: জেকেজির ডা. সাবরিনা ও স্বামী আরিফুলসহ ছয় জনের বিরুদ্ধে কাল চার্জশিট দেয়া হবে জানিয়েছে, ডিবি।
এদিকে জেকেজি কর্মকর্তা হুমায়ুন কবীর ও তার স্ত্রীর জামিন নামঞ্জুর করেছেন, ঢাকার সিএমএম আদালত। করোনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে গত ১২ জুলাই ডা. সাবরিনাকে তেজগাঁও বিভাগীয় উপ-পুলিশ কমিশনার এর কার্যালয়ে এনে, জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে তেজগাঁও থানায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
পরবর্তীকে একই অভিযোগে স্বামী আরিফুলসহ গ্রেপ্তার করা হয় আরও চারজনকে। সূত্র: চ্যানেল টোয়েন্টি ফোর