ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্কুল-কলেজের মতো কেনিয়ার মৌলিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো আগামী বছরের জানুয়ারির আগে না খোলার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দেশটির শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতি জানিয়েছে আগামী বছরের জানুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে একমত হয়েছে সংশ্লিষ্ট সকলে।
তবে, সুযোগ থাকলে মান নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল শিক্ষা কার্যক্রম চালানো যাবে, পরীক্ষাও নেয়া যাবে বলে জানানো হয়েছে। সামনা-সামনি শিক্ষা দেয়া, শিক্ষা নেয়া ও গবেষণার মতো কাজ চালুর ব্যাপারে যে সিদ্ধান্ত নেয়া হয়েছে তা বাস্তবায়নে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শ নেয়া হবে বলেও জানিয়েছে কেনিয়ার শিক্ষা মন্ত্রণালয়। ওই বিবৃতিতে বলা হয়, করোনা মহামারি দিন দিন আরও খারাপ হচ্ছে।
পূর্ব আফ্রিকার এই দেশে বৃহস্পতিবার (৩০ জুলাই) পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৯ হাজার পার হয়েছে। আর মৃত্যু হয়েছে ৩১১ জনের।