ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: যুক্তরাষ্ট্রে নতুন করে রেকর্ড সংখ্যক বেশি আক্রান্ত হয়েছেন ৭৭ হাজার ৬৩৮, আর মৃতের সংখ্যা ৯২৭। দেশটিতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৯ হাজার ১২৮, মোট আক্রান্ত ৩ লাখ ৬৪ হাজার। ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩৭ লাখ ৭০ হাজার ১২। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৪২ হাজার ৬৪ জন।
বিশ্বজুড়ে করোনায় একদিনে সর্বোচ্চ শনাক্তের নতুন রেকর্ড তৈরি হয়েছে। শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দুনিয়াজুড়ে দুই লাখ ৩৭ হাজার ৭৪৩ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ১ কোটি ৪১ হাজারের বেশি আর প্রাণহানি প্রায় ৬ লাখ।
যুক্তরাষ্ট্রে নতুন করে রেকর্ড সংখ্যক বেশি আক্রান্ত হয়েছেন ৭৭ হাজার ৬৩৮, আর মৃতের সংখ্যা ৯২৭
আন্তর্জাতিক
0 Views