ইন্টারন্যাশাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: ১০ হাজার ডলার ফেরত দেয়ার নাম করেই ম্যানহাটনে নিজ অ্যাপার্টমেন্টের বাসায় গিয়ে পাঠাওয়ের সহ প্রতিষ্ঠাতা ও গোকাডোর প্রধান নির্বাহী ফাহিম সালেহকে নিমর্মভাবে হত্যা করে তার ব্যক্তিগত সহকারী টাইরেস ডেভন হাসপিল বলে ধারণা করছে নিউইয়র্ক গোয়েন্দা পুলিশ। নিউইয়র্ক টাইমস বলছে, তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি পুলিশ। এরআগে, ফাহিম সালেহ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে আটককৃত ব্যক্তির পরিচয় জানিয়েছে নিউইয়র্ক পুলিশ। তিনি সালেহর ব্যক্তিগত সহকারী টাইরেস ডেভন হাসপিল। যদিও এ ব্যাপারে কোন ধরনের অভিযোগ করেননি তিনি।
গত ১৪ জুলাই, ম্যানহাটনে নিজ অ্যাপার্টমেন্ট থেকে ফাহিমের খণ্ডিত মৃতদেহ উদ্ধার করা হয়। তার একদিন আগে তাকে হত্যা করা হয়। পর ইলেকট্রিক করাত দিয়ে তার শরীর ৩২ টুকরো করে খুনী। বাংলাদেশে পাঠাও’র জনপ্রিয়তার পর, নাইজেরিয়া, লাওস ও কলম্বিয়ায় মোটরসাইকেল রাইড শেয়ারিং ব্যবসা বাড়িয়েছিলেন ৩৩ বছর বয়সী এ তরুণ উদ্যোক্তা।
১০ হাজার ডলার ফেরত দেয়ার নাম করেই যুক্তরাষ্ট্রের পাঠাওয়ের সহ প্রতিষ্ঠাতা ফাহিম সালেহকে নিমর্মভাবে হত্যা করে তার ব্যক্তিগত সহকারী টাইরেস ডেভন হাসপিল: নিউইয়র্ক গোয়েন্দা পুলিশ
আন্তর্জাতিক
0 Views