ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: চীন ও ভারত, দু’দেশের মানুষের প্রতিই ভালোবাসা আছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দু’দেশের জনগণের মধ্যকার শান্তি বজায় রাখতে যথাসাধ্য চেষ্টা করতেও চান তিনি।
এর আগে যদিও ভারত-চীন এর মধ্যকার উত্তেজনাকর পরিস্থিতির শুরুতে ট্রাম্প ভারতের সমর্থনেই কথা বলেছিলেন৷ এবার সুর পাল্টালেন ট্রাম্প।
ট্রাম্প বলেছেন: আমি ভারতের মানুষকে ভালোবাসি এবং চীনের মানুষকেও ভালোবাসি। তাই জনগণের জন্য দু’দেশের মধ্যে শান্তি বজায় রাখতে যথাসাধ্য চেষ্টা করতে চাই। সাংবাদিকদের সামনে মার্কিন প্রেসিডেন্টের এই ইচ্ছার কথা তুলে ধরেন হোয়াইট হাউসের প্রেস সচিব কালেলি ম্যাকেনি।
সম্প্রতি পূর্ব লাদাখে ভারত-চীন সীমান্ত লাদাখের ঘটনা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন ছিলেন ডোনাল্ড ট্রাম্প। যদিও এই বিষয়ে সাম্প্রতিক অতীতে বরাবরই ভারতের পক্ষ নিয়েই কথা বলেছেন তিনি।।