ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: বিশ্বের শীর্ষ ধনীর তালিকা প্রকাশ করেছে মার্কিন প্রভাবশালী ম্যাগাজিন ফোর্বস। এতে যথারীতি প্রথম অবস্থানে, আমাজনের প্রতিষ্ঠাতা সিইও জেফ বেজোস। আর তালিকার ২১ থেকে শীর্ষ সাতে উঠে এসেছেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি।
শীর্ষে থাকা জেফ বেজোসের সম্পদের পরিমাণ ১৮ হাজার ৯২০ কোটি মার্কিন ডলার। বিল গেটসের ১১ হাজার ১১০ কোটি ডলারের সম্পদ নিয়ে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস।
আর তৃতীয় স্থানে বার্নার্ড আর্নল্ট। ৯ হাজার ২০ কোটি ডলার নিয়ে তালিকার সপ্তম থেকে চতুর্থ স্থানে উঠে এসেছেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। আর চতুর্থ থেকে তালিকার অষ্টমে নেমেছেন বিজনেস টায়কুন ওয়ারেন বাফেট।
বিশ্বের শীর্ষ ধনীর তালিকা প্রকাশ করেছে মার্কিন প্রভাবশালী ম্যাগাজিন ফোর্বস
আন্তর্জাতিক
0 Views