ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: প্রাণঘাতী কোভিড-১৯ করোনাভাইরাসে সারাবিশ্বে আক্রান্ত ১ কোটি ৩০ লাখ ছাড়িয়েছে। মৃত্যু ৫ লাখ ৭১ হাজার ৮৪০ জন। সুস্থ হয়েছেন ৭২ লাখ ২১ হাজার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুশিয়ারী, সঠিক পথে না এগুলে করোনা পরিস্থিতি খারাপ থেকে আরো খারাপ হতে থাকবে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রেষ্টুরেন্ট, বার ফের বন্ধ ঘোষণা করা হয়েছে। ভারতে আরও সাড়ে ২৮ হাজার শনাক্তের পর আক্রান্ত ৯ লাখ ছাড়িয়েছে। নতুন ৫৩৮ জনের মৃত্যুর পর প্রাণহানি ২৪ হাজার ৬৯৫ জন। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে একদিনে আক্রান্ত আরো ২৭০ জন। সবমিলে আক্রান্ত ১০ হাজারেরও বেশি।
ইংল্যান্ডের সব দোকানে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। যুক্তরাজ্যের একাডেমি অব মেডিকেল সায়েন্স সতর্ক করেছে আসছে শীত মৌসুমে দেশটিতে ১ লাখ ২০ হাজার মানুষ মারা যেতে পারে করোনায়।
সৌদি আরবে আরও ৪ বাংলাদেশিসহ মারা গেছে ২০ জন। এ নিয়ে দেশটিতে ৬২০ বাংলাদেশিসহ প্রাণহানি ২ হাজার ২শ৪৩ জন। আর ব্রাজিল, মেক্সিাকো, পেরু ও আর্জেন্টিনা লাতিন আমেরিকার দেশগুলোয় প্রাণহানি ১ লাখ ৪৪ হাজার ছাড়িয়েছে।