কুমিল্লা প্রতিনিধি, এইউজেডনিউজ২৪: কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্লাজমা থেরাপী কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্লাজমা থেরাপী কার্যক্রমের উদ্বোধন করেন, কুমিল্লা- ৬ (সদর) আসেন সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার। এ সময় করোনা জয়ী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল প্লাজমা ডোনেট করেন।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়েল মাধ্যম জুমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম, বিএমএ জেলা সভাপতি ডা. বাকী আনিছ, সাধারন সম্পাদক আতাউর রহমান জসিম ও প্লাজমা বিভাগের প্রধান অধ্যাপক ডা.মিজানুর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আবাসিক চিকিৎসক ডা. আবদুল আউয়াল সোহেল। উল্লেখ্য, গত ৩ জুন কুমিল্লা মেডিকেল কলেজে ১০ টি আইসিইউ সহ ১৫৫ বেডের করোনা ইউনিট চালু করা হয়। বর্তমানে এ ইউনিটে ১৮ টি আইসিইউ বেড রয়েছে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে প্লাজমা থেরাপী কার্যক্রমের উদ্বোধন করলেনকুমিল্লা- ৬ (সদর) আসেন সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার
সারাদেশ
0 Views