ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: ভারতে গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৮৫০ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। অর্থাৎ প্রতি ঘণ্টায় এক হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছে। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৭৩ হাজার ১৬৫।
এদিকে গত ২৪ ঘণ্টায় মারা গেছে আরও ৬১৩ জন। এখন পর্যন্ত ভারতে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ১৯ হাজার ২৬৮। অপরদিকে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৪ লাখ ৯ হাজার ৮৩। এরইমধ্যে ২৪ ঘণ্টায় শনাক্ত এবং মৃতের হিসেবে যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে ছাপিয়ে তৃতীয় স্থানে রয়েছে দেশটি।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত কয়েকমাস যাবৎ ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল শীর্ষে অবস্থান করছে। দেশটিতে ২৪ ঘণ্টায় মারা গেছে ১ হাজার ১১ জন, আক্রান্ত ৩৫ হাজার ৩৫ জন। এরপর মৃত্যুর মিছিলে এগিয়ে আছে মেক্সিকো। সেখানে মৃত্যু ৬৫৪ জন মারা গেছেন, তবে আক্রান্তের হার কিছুটা কমে ৬ হাজার ৭৪০ জন হয়েছে। এরপরে ভারতের অবস্থান।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে, বর্তমানে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৭৩ হাজার ৯০৪ জন। আক্রান্তের হিসেবে রাজ্যগুলোর মধ্যে প্রথম সারিতে রয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি ও গুজরাট।
এদিকে করোনায় বিশ্বে একদিনে সর্বোচ্চ দুই লাখ ১২ হাজারের বেশি আক্রান্ত হয়েছে। এমন তথ্য দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর বিশ্বজুড়ে মোট আক্রান্ত ১ কোটি ১২ লাখ। প্রাণহানি পাঁচ লাখ ২৯ হাজার।
যুক্তরাষ্ট্রের টেক্সাস ও ফ্লোরিডায় একদিনে সর্বোচ্চ প্রায় ২০ হাজার শনাক্ত। দেশটিতে প্রাণহানি এক লাখ ৩০ হাজারের কাছাকাছি। যদিও করোনা যুদ্ধে নিজেদের জয়ী দাবি করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। একদিনে ব্রাজিলে আক্রান্ত প্রায় ৩৮ হাজার, মৃত্যু হয়েছে ১১’শো মানুষের। মেক্সিকোতে প্রাণহানি ৩০ হাজার ছাড়িয়েছে। চীনে শনাক্ত আরো আটজন। করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসায় ১৪ দিনের কোয়ারেন্টিনে আছেন, ঘানার প্রেসিডেন্ট।