আবহাওয়ার পরিবর্তন ডেস্ক, এইউজেডনিউজ২৪: পদ্মা-যমুনায় পানি কমলেও মধ্যাঞ্চলে পানিবন্দি অন্তত লাখো মানুষ। বইছে বিপৎসীমার উপরে। ফরিদপুরে নিম্নাঞ্চলে বেশ কয়েকটি গ্রামে পানি ঢুকেছে। ঘরবাড়ি ডুবে থাকায় দুর্ভোগে পড়েছেন প্রায় ৭ হাজার পরিবার। পাটসহ বিভিন্ন ফসল তলিয়ে যাওয়ায় ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
মাদারীপুরে পদ্মার পানি বাড়ায় ৩ ইউনিয়নে বেড়েছে নদী ভাঙন। বসতভিটা সরিয়ে নিচ্ছেন অনেকে। এছাড়া সিরাজগঞ্জ ও জামালপুরে ডুবে আছে অনেক এলাকা। দুর্গত এলাকায় রয়েছে খাবার সংকট। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানি কমলেও বিপৎসীমার উপরে বইছে। এদিকে, তীব্র হচ্ছে যমুনা ও ধলেশ্বরী নদীর ভাঙন। বিলীন হচ্ছে টাঙ্গাইলের চরাঞ্চলের বসত বাড়ি, ফসলি জমিসহ নানা স্থাপনা। তবুও দেখার যেন কেউ নেই। অভিযোগ, দায়সারা কাজ করে গা বাঁচাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। অন্যদিকে, পদ্মা ও আড়িয়াল খাঁ নদের ডান তীর সংরক্ষণের উদ্যোগে ভাগ্য ফিরেছে ফরিদপুরবাসীর। এরই মধ্যে কাজ শেষ হয়েছে ৮০ ভাগ। সূত্র: চ্যানেল টোয়েন্টি ফোর