ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: করোনাভাইরাসে আক্রান্তে এবার নতুন বিশ্ব রেকর্ড যুক্তরাষ্ট্রে। একদিনে সর্বোচ্চ ৫৫ হাজার কোভিড১৯ রোগী শনাক্ত হয়েছে, দেশটিতে। সবমিলে আক্রান্ত প্রায় ২৮ লাখ। এর আগে ১৯ জুন ব্রাজিলে সর্বোচ্চ ৫৪ হাজার ৭শ শনাক্ত হয়। বর্তমানে বিশ্বজুড়ে আক্রান্ত ১ কোটি ৮ লাখ ৩৬। প্রাণহানি ৫ লাখ ২০ হাজার। সুস্থ হয়েছেন ৫৭ লাখেরও বেশি।
ভারতে ২৪ ঘণ্টায় প্রায় ২১ হাজার শনাক্তের পর আক্রান্ত ৬ লাখ ২৫ হাজার ছাড়িয়েছে। ৭ জুলাই দেশটির প্রথম করোনার টিকা কোভাক্সিন মানবদেহে পরীক্ষা শুরু হচ্ছে। এছাড়া জায়ডাস ক্যালিডা কোম্পানির আরেকটি ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ধাপে পরীক্ষার অনুমতি মিলেছে। মেক্সিকো ও রাশিয়ায় একদিনে সাড়ে ৬ হাজার করে, যুক্তরাজ্যে ৫৭৬, ইন্দোনেশিয়ায় দেড় হাজার, ইসরায়েলে ৯শ ৬৬, জাপানে শতাধিক, দক্ষিণ কোরিয়ায় ৫৪ এবং সুইডেনে আরও ৯৪৭ জন আক্রান্ত। লকডাউন জারির দিনই অস্ট্রেলিয়ার মেলবোর্নে ৭৭ জন আক্রান্ত। চীনে আরও ৩ জন শনাক্ত।
ব্রাজিলে ২৪ ঘণ্টায় আরও ৪৮ হাজার শনাক্ত আর ১২শ জনের মৃত্যুর পর দেশটিতে প্রাণহানি ৬১ হাজার ছাড়িয়েছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা-ILO সতর্ক করেছে, লাতিন আমেরিকা ও ক্যারিবিয় অঞ্চলে কর্মহীনের সংখ্যা ৫ শতাংশ বেড়ে পৌঁছতে পারে ৪ কোটি ১০ লাখে।