Share Facebook Twitter LinkedIn Pinterest Email তবুও বেঁচে আছি রবি রায়হান ——————— তবুও বেঁচে আছি দু’বেলা খাচ্ছি এক বেলা পানি খেয়ে থাকছি। কাল কি খাবো এই নিয়ে ভাবছি সন্তান ধরে নানা বায়না এই নিয়ে মনে মনে ঘামছি। কতদিন কর্মহীন বসে বসে ঝিমুচ্ছি জমানো সব শেষ ধার দেনা বাড়ছে প্রাণ পণ বেঁচে থাকার যুদ্ধ করে যাচ্ছি। কার কি এসে যায় ঘরে বসে কি যে খাই খেয়ে কিংবা না খেয়ে মরছি। শাসকের মুখে ফুল ঝুরি শুনছি বিরোধীরা ঘরে বসে তালকানা ক্ষমতায় যাবার পথ খুঁজছে জনতা বাঁচা মরার মাঝ খানে ঝুলছি। রোজ বসে করোনার বন্দনা টিভিতে শুনছি, মৃত্যু ভয়ে জড়সড় সৃষ্টি কর্তার নাম শুধু জপছি।