তুমি ভালো থেকো
কাজী তৈমুর
১লা জুলাই,২০২০
———————————————
গভীর রাতে বিছানার পাশে তোমাকে মিছেমিছি খুজি।
তুমি এই যেন এলে বুঝি।
রাত কখনো শুধু রাতই থাকেনি।
দিন সে তো কখনো দিনই থাকেনি।
শুধু থেকে যায় তোমার স্মৃতিগুলো।
ভুল করে ভাবোনি তোমার ভুলগুলো।
জানি তুমি আসবে না কভু ফিরে।
কিন্তু মনকে বোঝাই কি করে।