রাজধানী ডেস্ক, এইউজেডনিউজ২৪: র্যাপিড পিআরের ব্যবস্থাপনা পরিচালক ও নগর সংবাদের চীফ এডিটর শহিদুল ইসলাম শেখর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। করোনার উপসর্গ নিয়ে তিনি বেশ কিছুদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। বাংলাদেশ জনসংযোগ সমিতি’র কাছের মানুষ হিসেবেই তিনি পরিচিত। এদিকে, সকাল সাড়ে নয়টায় ছেলে সৌরভ তার বাবার ব্যক্তিগত ফেসবুকে সকলের কাছে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েেছেন www.auznews24.com- এর সম্পাদক ও প্রকাশক আখতার-উজ-জামান। অনলাইনটির সম্পাদক বলেন, মরহুম শেখর ভাই আমাদের খুবই প্রিয় সৎ,কর্মঠ ও দেশ প্রেমিক মানুষ ছিলেন।তিনি আপাদমস্তক একজন ভালো হৃদয়ের ভদ্রলোক ও সাদা মনের মানুষ ছিলেন। আমরা একজন সচেতন নাগরিক ও দেশ প্রেমিককে হারালাম। আমার জানামতে মিডিয়াঙ্গনসহ দেশের বিভিন্ন পেশায় নিয়োজিত তার অসংখ্য গুনগ্রাহী ভক্ত ও সবান্ধব রয়েছে। আমি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আমীন।
করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন যাপিড পিআরের ব্যবস্থাপনা পরিচালক ও নগর সংবাদের চীফ এডিটর শহিদুল ইসলাম শেখর
বিশেষ বুলেটিন
0 Views