ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছে ১ হাজার ২৮০ জন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এখন পর্যন্ত ব্রাজিলে করোনায় মারা গেছেন ৫৯ হাজার ৫৯৪ জন। শুধু রিও ডি জেনেইরোতে মৃত্যু ১০ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য সচিব।
দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও ৩৩ হাজার ৮৪৬ জনের আক্রান্ত হওয়ার খবর দিয়েছে। ব্রাজিলে মোট ১৪ লাখ ২ হাজার ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে।
মঙ্গলবার নতুন এক জরিপে দেখা গিয়েছে, খুব কম ব্রাজিলিয়ানেই ঘরে থাকছে। যদিও ভাইরাস নিয়ে ভীতি ক্রমশ বাড়ছে জনগণের মধ্যে। জুনের শেষভাগে ৪৭ শতাংশ ব্রাজিলিয়ান করোনায় সংক্রমণের ‘খুব ভয়ে’ রয়েছেন, মার্চের মাঝামাঝিতে যা ছিল ৩৬ শতাংশ। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুঁশিয়ারি দিয়েছে, আগামী অক্টোবর নাগাদ ল্যাতিন আমেরিকায় প্রাণহানি হতে পারে, চার লাখ ৩৮ হাজার মানুষের।
ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছে ১ হাজার ২৮০ জন: এ নিয়ে মোট প্রাণহানির সংখ্যা ৫৯ হাজার ৫৯৪। আক্রান্ত ১৪ লাখের বেশি
আন্তর্জাতিক
0 Views