হেল্থ ডেস্ক, এইউজেডনিউজ২৪: দেশে করোনাভাইরাসে রবিবার (২৮ জুন) থেকে রোববার (২৯ জুন) দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় আরও ৪ হাজার ১৪ জনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে।
গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৪৫ জন। বিভাগভিত্তিক বিশ্লেষণে ঢাকা বিভাগে ২২ জন চট্টগ্রামের ১০ জন, সিলেট এবং বরিশালের ৩ জন, রাজশাহী ও ময়মনসিংহের ১ জন এবং খুলনা বিভাগের ৫ জন।
বয়স ভিত্তিক বিশ্লেষণে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ১ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৬ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৭ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে ২ জন। ৪৫ জনের মধ্যে ৩৬ জন পুরুষ ও ৯ জন নারী। হাসপাতালে মারা গেছেন ৩০ জন বাসায় ১৪ এবং মৃত অবস্থায় হাসপাতালে গেছেন ১ জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো ১ হাজার ৭৮৩ জনের।
আর করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ১ লাখ ৬১ হাজার ১০১।
ঢাকা এবং ঢাকার বাইরে মোট ৬৫টি ল্যাবে বর্তমানে নমুনা পরীক্ষা করা হচ্ছে। গত ২৪ ঘন্টায় মোট ১৭ হাজার ৮৩৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৭ লাখ ৪৮ হাজার ৩৪ টি।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছন ৫৭ হাজার ৭৮০ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ১ হাজার ২৮ জন জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ২৫ হাজার ৮৩৮ জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৬০৯ জন, এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ১০ হাজার ৮৯৬ জন। বর্তমানে মোট আইসোলেশনে আছেন ১৪ হাজার ৩৪২ জন।
নমুনা বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ৫০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৭৫ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ২৬ শতাংশ। সূত্র: চ্যানেল টোয়েন্টি ফোর