মৃত্যু প্রতি সেকেন্ডে
কাজী তৈমুর
—————————————————————–
তোমার নাকের ডগায় যে নিশ্বাস আসে যায়।
সেটাই তোমার জীবন , সেটাই তোমার মরন।
তুমি বাঁচো এবং মরো প্রতি সেকেন্ডে সেকেন্ডে।
তবে কিসের এত অহংকার বাহাদুরী।
তুমি তো নিজেই নিজের না।
তবে কেন এত করো বাহানা।
পথ চল সহজ সরল পথে।
বাঁকা পথ অত সহজ নয়।
যে পথ অজস্র কণ্টকময়।
তুমি যত নিজেকে পেচাঁবে।
সে তোমাকে তত পেচাঁবে।
কেন প্রতিনিয়ত মিথ্যা বলে নিজেকে ঠকাবে।
সহজ সত্য পথে চললে নিজে নিজেকেই যেতাবে।
থাকবে ভালো ইহকাল ও পরকালে।
সময় কাটবে ভালো সকাল থেকে বিকালে।