স্পোর্টস ডেস্ক, এইউজেডনিউজ২৪: ইপিএলের ৩১তম রাউন্ডের হাইভোল্টেজ ম্যাচে দারুণ জয় পেয়েছে চেলসি। ঘরে মাঠে ম্যানচেস্টার সিটিকে তারা হারিয়েছে ২-১ ব্যবধানে। ব্লুদের এ জয়ে ত্রিশ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে, ১৯তম বারের মতো ইংলিশ লিগ টাইটেট জিতেছে লিভারপুল। আরেক ম্যাচে সাউদাম্পাটনকে ২-০ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে আর্সেনাল। স্ট্যামফোর্ড ব্রিজে বিগ ম্যাচে চেলসির মুখোমুখি ম্যানসিটি। মাঠে না থেকেও এদিন প্রবলভাবেই ছিলো লিভারপুলের উপস্থিতি। পুরো দলকে নিয়ে হর্মবি গলফ ক্লাবে বসে ম্যাচ দেখেছেন ইয়ুর্গেন ক্লপ। কামনা করেছেন সিটির হার। দুই জায়ান্টের হাইভোল্টেজ ম্যাচ শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে ওঠে জমে। শুরুতেই দারুণ এক হেডে ঠেকিয়ে নায়ক বনে যান সিটি গোলরক্ষক।
তবে ৩৬ মিনিটে আর পেরে ওঠেননি। সিটির তালগোল রক্ষণের ভুলে, মধ্যমাঠ থেকে দারুণ ফিনিশিং পুলিসিচের পায়ে। সাবেক গুরু ক্লপকে দারুণ এক উপহারই দিলেন এই উইঙ্গার। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ে সিটিজেনদের। ফলাফল ৫৫ মিনিটে ডি ব্রুইনার এমন দারুণ ফিনিশিং। সমতায় গার্দিওলা শিষ্যরা।
তবে ৭৬ মিনিটে ফার্নানদিনহোর লাল কার্ডের সঙ্গে পেনাল্টি উপহার পায় ব্লুরা। স্পট কিক থেকে চেলসির জয়ের সঙ্গে শিরোপা নিশ্চিত হয় লিভারপুলের-ও। এদিকে করোনাকালে প্রথম জয় পেয়েছে আর্সেনাল। সাউদাম্পটনের ৪-২-২-২ ফর্মেশনে মাঠে ম্যচের শুরু থেকেই দাপুটে ফুটবল গানারদের। ফলাফল ম্যাচের ২০ মিনিটেই।