ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: সংযুক্ত আরব আমিরাতে বড় পরিসরে তৃতীয় দফায়, করোনার ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন পেয়েছে, চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপ, সিএনবিজি। বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে প্রতিষ্ঠানটি। সিএনবিজি বিবৃতিতে জানায়, ভ্যাকসিনের প্রথম দুদফার পরীক্ষায় সফল হয়েছেন তারা।
চীনে করোনার সংক্রমণ কমে যাওয়ায়, ভ্যাকসিন প্রয়োগে অন্য দেশকে বেছে নেয়া হয়েছে। বিশ্বজুড়ে কয়েক ডজন ভ্যাকসিনের ট্রায়াল চলছে। তবে তাদের কোনটিই তৃতীয় ধাপে পৌঁছতে পারেনি। এ ধাপে সুস্থ মানুষের ওপর ভ্যাকসিন প্রয়োগ করে এর কার্যকারিতা পরীক্ষা করা হয়। কয়েক হাজার মানুষের ওপর এ পরীক্ষা করা হয়।
সংযুক্ত আরব আমিরাতে বড় পরিসরে তৃতীয় দফায়, করোনার ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন
আন্তর্জাতিক
0 Views