ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: যুক্তরাজ্যের একটি পার্কে এক ব্যক্তির ছুরিকাঘাতে মারা গেছে তিনজন। । গুরুতর আহত হয়েছেন আরো তিনজন। হামলাকারীকে আটক করেছে পুলিশ। স্থানীয় সময় শনিবার (২০ জুন) সন্ধ্যায় রিডিং শহরের ফরব্যুরি গার্ডেন পার্কে ঢুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে, ২৫ বছরের এক ব্যক্তি। পর পুলিশ তাকে আটক করে। হামলার ঘটনাকে প্রথমে সন্ত্রাসী কর্মকান্ড আখ্যা দিলেও পরে বক্তব্য পরিবর্তন করে ইংল্যান্ড পুলিশ। দাবি করে, সন্ত্রাসবাদের সাথে হামলার কোন সম্পর্ক নেই। হামলাকারীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
গ্রেফতার ব্যক্তি লিবিয়ার নাগরিক বলে ধারণা করছে পুলিশ। হামলার ঘটনায় হতাহতের প্রতি সমবেদনা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। একই সঙ্গে, জরুরি সেবার সঙ্গে জড়িত কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।
যুক্তরাজ্যের একটি পার্কে এক ব্যক্তির ছুরিকাঘাতে মারা গেছে তিনজন। হামলাকারী আটক
আন্তর্জাতিক
0 Views