ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: চীন ভারতের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে দুইপক্ষের সাথে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র। এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ডোনাল্ড ট্রাম্প বলেন, দুইপক্ষের মধ্যে কঠিন পরিস্থিতি বিরাজ করছে। আর সংকট সমাধানে তাদেরই এগিয়ে আসতে হবে। পরিস্থিতি নিয়ে সামরিক বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সীমান্তবর্তী এলাকায় চীনের কর্মকান্ডের ওপর কঠোর নজর রাখতে বলেন রাজনাথ সিং। আর পরবর্তীতে সীমান্তে চীন কোন ধরনের আগ্রাসী আচরণ করলে, সীমান্তরক্ষী বাহিনীকে এর কঠিন জবাব দিতে প্রস্তুত থাকতে বলা হয়েছে। ভারতীয় সেনা হত্যার প্রতিবাদে কলকাতার চায়না টাউনে বিক্ষোভ করেছেন ভারতে বসবাসরত চীনারা।
চীন ভারতের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে দুইপক্ষের সাথে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক
0 Views