হেল্থ ডেস্ক, এইউজেডনিউজ২৪: কোনো ভাবেই নিয়ন্ত্রণে আসছেনা দেশের করোনা পরিস্থিতি। ২৪ ঘন্টার ব্যবধানে করোনা ভাইরাসে প্রাণ গেলো আরো ৩৯ জনের। এর মধ্যে রয়েছে ১০ বছরের কম বয়সী এক শিশুও। এপর্যন্ত মৃত্যু হয়েছে ১ হাজার ৪৬৪ জনের। নতুন পজিটিভ হয়েছেন ৩ হাজার ৫৩১ জন। অনলাইন বুলেটিনে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। গত ১৮ জুন করোনা শনাক্তের হিসাবে বাংলাদেশ পার করেছিলো লাখের ঘর। পরের তিন দিনেই আক্রান্ত দশ হাজারেরও বেশী মানুষ।
রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন। তার দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭৭৯টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আগের নমুনাসহ মোট পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৫৮৫টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে পাঁচ লাখ ৯৬ হাজার ৫৭৯টি। দেশে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ১২ হাজার ৩০৬ জন। শনাক্তের হার ২৩. ০৯ শতাংশ। সেই সাথে মারা গেছেন মোট এক হাজার ৪৬৪ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩০ শতাংশ।
গত ২৪ ঘন্টায় ৬০টি ল্যাবে নমুনা পরীা করা হয়েছে ১৫ হাজার ৫৮৫ জনের । এতে পজিটিভ পাওয়া গেছে ৩ হাজার ৫৩১ জনের। সংগৃহীত নমুনার প্রতি ১শ জনে ২২ জনের বেশি করোনা পজিটিভ। এ নিয়ে দেশে মোট আক্রান্ত এক লাখ ১২ হাজার ৩০৬ জন। করোনায় মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরো ৩৯ জন। মৃতদের মধ্যে এক শিশুসহ ২১ থেকে ৪০বছর বয়সী ৫ জন, ৪১ থেকে ৬০ বছর বয়সী ২৪ জন, ৬১ থেকে ৯০ বছর বয়সী ৭ জন। মৃতদের ৩৫ জনই পুরুষ। সরকারী হিসেবে গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪ জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৪৫ হাজার ৭৭ জন। সূত্র : ইউএনবি