স্পোর্টস ডেস্ক, এইউজেডনিউজ২৪: মহামারী করোনাভাইরাসের ভয়াবহ পরিস্থিতির মধ্যেও ঘরো ফুটবল শুরু করেছে ব্রাজিল। অথচ দেশটিতে নয় লাখেরও বেশী করোনা শনাক্ত হয়েছে। প্রতিদিনই প্রায় শতাধিক মানুষ মারা যাচ্ছে করেনাভাইরাসে। এরই মধ্যে রিও ডি জেনেইরোর স্টেট চ্যাম্পিয়নশিপ দিয়ে ফুটবলে ফিরেছে ব্রাজিল। পরিস্থিতির বিবেচনায় ফুটবল ফেরা কতটা যুক্তিপূর্ণ, তা নিয়ে সমালোচনার ঝড় বইছে আয়োজকদের এমন সিদ্ধান্তে। দর্শক শূন্য মাঠে খেলা হলেও মাঠের বাইরে এর প্রতিবাদ জানিয়েছেন অনেকেই। মারাকানার ম্যাচটিতে ফামেঙ্গো ৩-০ গোলে হারিয়েছে বাঙ্গুকে।
মহামারী করোনাভাইরাসের ভয়াবহ পরিস্থিতির মধ্যেও ঘরো ফুটবল শুরু করেছে ব্রাজিল। মারাকানার ম্যাচটিতে ফামেঙ্গো ৩-০ গোলে হারিয়েছে বাঙ্গুকে
খেলা
0 Views