হেল্থ ডেস্ক, এইউজেডনিউজ২৪: সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি নিজেই শুক্রবার বিষয়টি ইউএনবিকে নিশ্চিত করেছেন। শুক্রবার (১৯ জুন) দুপুরে ফরিদপুর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক জাহিদ বেপারী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় তিনি বলেন, বৃহস্পতিবার (১৮ জুন) রাতে সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের করোনা শনাক্ত হয়েছে।
ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গেও শুক্রবার কথা হয় বিভিন্ন গণমাধ্যমের। গণমাধ্যমগুলোকে তিনি বলেন, তিন-চার দিন আগে পরীক্ষা করিয়েছি। বৃহস্পতিবার রিপোর্ট হাতে পেয়েছি। রিপোর্ট পজিটিভ এসেছে। এ সময় তিনি আরো বলেন, আমার তেমন কোনো উপসর্গ ছিল না। জ্বর-কাশি বা অন্য কোনো উপসর্গও নেই এখনো। পরীক্ষা না করালে বুঝতেই পারতাম না যে আমিও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছি।
বর্তমানে এলজিআরডি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বে থাকা খন্দকার মোশাররফ বলেন, ‘তিন দিন আগে করোনা পরীক্ষার প্রতিবেদন পজেটিভ এসেছে। এখন চিকিৎসকের পরামর্শে ফরিদপুরের বাসায় চিকিৎসা নিচ্ছি।’
তিনি সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন। খন্দকার মোশাররফ ২০০৯ সালে গঠিত আওয়ামী লীগ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ছিলেন। পরে গত সরকারের আমলে তিনি এলজিআরডিমন্ত্রী হন। তিনি ফরিদপুর থেকে নির্বাচিত সংসদ সমস্য। সূত্র : ইউএনবি