ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: লাদাখ সীমান্তে চীন-ভারত সংর্ঘষের ঘটনার ৩ দিন পর অন্তত ১০ ভারতীয় সেনাকে মুক্তি দিয়েছে চীনা বাহিনী। এদের মধ্যে একজন লেফটেনেন্ট কর্নেল এবং ৩ জন মেজরও আছেন। দুই দেশের সেনাবাহিনীর উত্তেজনার মধ্যেই চীনা কোম্পানির সঙ্গে সারিত চুক্তি বাতিল করেছে ভারতের রেলওয়ে। দুদেশের সহিংসতায় আহত হয়েছেন অন্তত ৭৬ ভারতীয় সেনা। এদের অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন। সেনা সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে এনডিটিভি। বিবিসি জানায়, সেনা নিহতের ঘটনায় ােভে ফুসছে গোটা ভারত। দাবি উঠেছে চীনা পণ্য বর্জনের। ভারত সরকার হুঁশিয়ারি দিয়ে বলেছে, সার্বভৌমত্ব নিয়ে এক ইঞ্চিও ছাড় দেয়া হবে না। সীমান্ত পরিস্থিতি নিয়ে আজ সর্বদলীয় বেঠক করবেন ভারতের প্র্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে, বৃহস্পতিবার ভারতের ৩ অঞ্চলকে নিজেদের দাবি করে নতুন ম্যাপের অনুমোদন দিয়েছে নেপালের পার্লামেন্টের উচ্চক। সীমান্তের নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনাদের গুলিতে ১ নারীসহ মারা গেছেন পাকিস্তানের ৪ বেসামরিক নাগরিক।
লাদাখ সীমান্তে চীন-ভারত সংর্ঘষের ঘটনার ৩ দিন পর অন্তত ১০ ভারতীয় সেনাকে মুক্তি দিয়েছে চীনা বাহিনী
আন্তর্জাতিক
0 Views