খুলনা প্রতিনিধি, এইজেডনিউজ২৪: খুলনার রাইসা ক্লিনিকের মালিক ডা. রকিব উদ্দিনের হত্যার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো চিকিৎসকদের কর্মবিরতি পালন অব্যাহত রয়েছে। এদিকে হত্যা মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বন্ধ রয়েছে জেলার সরকারি-বেসরকারি বেশিরভাগ হাসপাতাল, ক্লিনিক। উত্তোলন করা হয়েছে কালো পতাকা। কালো ব্যাজ ধারণ করেছেন চিকিৎসকরা।
ডা. রকিব হত্যা মামলার সব আসামিকে গ্রেফতার ও খুলনা থানার ওসিকে প্রত্যাহার না করা পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন-বিএমএ’র খুলনা শাখা।
যদিও চিকিৎসকদের কর্মবিরতিতে দুভোর্গে পড়েছেন সাধারণ রোগে আক্রান্তরা। কর্মবিরতির বাইরে আছে শুধু খুলনা মেডিকেলের জরুরি সেবা ও করোনা হাসপাতালের চিকিৎসা। সূত্র : চ্যানেল টোয়েন্টি ফোর
খুলনার রাইসা ক্লিনিকের মালিক ডা. রকিব উদ্দিনের হত্যার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো চিকিৎসকদের কর্মবিরতি পালন : গ্রেফতার ৫
সারাদেশ
0 Views