ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: লাদাখ সীমান্তে চীনা আর্মির সাথে সংঘর্ষে ভারতের ২০ সেনা মৃত্যুর ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছে সাধারণ মানুষ। ভারতের বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ সমাবেশ। নয়াদিল্লিতে চীনা দূতাবাস ঘেরাও করে বিক্ষোভকারীরা। এতে আটক করা হয় কয়েকজনকে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজ নির্বাচনী এলাকা উত্তর প্রদেশ ছাড়াও মানুষ রাস্তায় নেমেছে বিহার, গুজরাট ও জম্মুতে। আন্দোলনকারীরা চীনা পণ্য বর্জনের দাবি তুলেছে। আর সেই তালিকায় যোগ দিয়েছে ভারতের টেলিকম অপারেটর বিএসএনল। জানিয়েছে কোনো চীনা প্রযুক্তি পণ্য তারা ব্যবহার করবে না।
এদিকে লাদাখ সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ভারত। নিহত সেনা সদস্যদের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। ভারত-চীনকে সংযত আচরণ এবং আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান ইউরোপীয় ইউনিয়ন।