হেল্থ ডেস্ক, এইউজেডনিউজ২৪: গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪০০৮ জন নতুন কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ সময়ের আরও ৪৩জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩০৫ জনে।
আর করোনাভাইরাসে আক্রান্তদের মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ হাজার ৪৮৯ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন ৫৯টি গবেষণাগারে গত ২৪ ঘন্টায় নমুনা সংগৃহ হয়েছে ১৮, ৯২২টি এবং পরীক্ষা করা হয়েছে ১৭,৫২৭টি। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ৮৭ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৯২৫ জন। মোট সুস্থ হয়েছে ৩৮ হাজার ১৮৯ জন। আর যারা মারা গেছেন তাদের মধ্যে ২৮ জন পুরুষ ও ১৫ জন নারী।