ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: চলমান দূর্যোগকালী সংকটে ভারত আর চীনের মধ্যে সংঘর্ষে কিশের ইঙ্গিত; যুদ্ধ নয় তো নাকি আভ্যন্তরীণ কোন্দল! ভারত-চীনের মধ্যে লাদাখ সীমান্তে ভারত-চীন সংঘর্ষে এক কর্নেলসহ ভারতীয় ২০ সেনা নিহত হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে, ভারতের সেনাবাহিনী।
ভারতীয় গণমাধ্যমের দাবি, এ ঘটনায় চীনা ৪৩ সেনা সদস্য হতাহত হয়েছে। সোমবার রাতে লাদাখের গালওয়ান ভ্যালিতে এই সংঘর্ষ হয়। এ সময় দুপক্ষেই হতাহতের ঘটনা ঘটে।
সেনা হতাহতের তথ্য নিশ্চিত করলেও, সঠিক সংখ্যা জানায়নি চীন। বেইজিংয়ের দাবি, নিয়ম ভেঙে ভারতেই প্রথমে হামলা চালায়। পরে পরিস্থিতি নিয়ে সীমান্তে দুপক্ষের উচ্চপর্যায়ের বৈঠক হয়।
১৯৬২ সাল থেকে সীমান্ত নিয়ে ভারত-চীনের দ্বন্দ্ব অব্যাহত। তবে ৪৫ বছরের মধ্যে দুপক্ষের সংঘর্ষে এবারই প্রথম প্রাণহানির ঘটনা ঘটেছে। এদিকে, ভারত-চীন সীমান্তে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। একই সঙ্গে, উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে অংশ নিয়ে জাতিসংঘ মহাসচিবের এ উদ্বেগের কথা জানান তার মুখপাত্র এরিক কানেকো।