স্পোর্টস ডেস্ক, এইউজেডনিউজ২৪: করোনা বিরতির পর লা লিগায় দুরন্ত প্রত্যাবর্তন লিগ লিডার বার্সেলোনার। ৪-০ গোলে বিধ্বস্ত করেছে মায়োর্কাকে। আপন আলোয় উজ্জ্বল লিওনেল মেসি গোল করেছেন, করিয়েছেন। ৬৬ সেকেন্ডের অপেক্ষা। করোনায় অপ্রত্যাশিত বিরতির পর আলো ছড়ালো বার্সেলোনা। অ্যাওয়ে ম্যাচ, দীর্ঘ সময় পর মাঠে নামা, প্রত্যাশার চাপ, সব জয় করলো লিও মেসির দল কাতালানিয়ান জায়ান্টরা ম্যাচ দ্বিতীয় মিনিটে গড়াতেই। জর্ডি আলবা-আর্তুরো ভিদাল রসায়নে বার্সার লিড।
পরের চিত্রনাট্যে ঘরের মাঠে মায়োর্কার অসহায়ত্ব আর লিওনেল মেসির ম্যাজিক। বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করেন মার্টিন ব্রাথওয়েট। দেম্বলের ইনজুরিতে গেলো ফেব্রুয়ারিতে বার্সার সারপ্রাইজ সাইনিং লেগানেসের ব্রাথওয়েট। স্কোর লাইনে নাম তোলাতে পেছনের কারিগরএলএম টেন।
প্রথমার্ধের দুইয়ের সাথে দ্বিতীয়ার্ধেও দুই, পরের দু গোলেও প্রত্যক্ষ-পরোক্ষভাবে জড়িয়ে মেসি। জর্ডি আলবাকে দিয়ে তৃতীয় গোল করানোর পর ম্যাচের শেষ মিনিটে স্কোরার নিজেই। মৌসুমে যা লা লিগায় মেসির ২০তম গোল।
ইনজুরির পর প্রত্যাবর্তনে লুইস সুয়ারেজ ছিলেন দুরন্ত, শুধু গোলটাই পাননি। আর বার্সার আপাতত স্বস্তি রিয়ালের সাথে পয়েন্ট ব্যবধানটা বাড়িয়ে পাঁচে নিয়ে যাওয়ার।
এদিকে জার্মান লিগ টাইটেলের আরো কাছে বায়ার্ন মিউনিখ। মুনশেনগ্ল্যাডবাখকে হারিয়েছ ২-১ ব্যবধানে। টানা অষ্টম আর রেকর্ড ৩০তম বারের মতো শিরোপা নিজেদের কোরে নিতে বাভারিয়ানদের প্রয়োজন মাত্র এক জয়।
নিষেধাজ্ঞায় স্কোয়াডের বাইরে দুই সুপারস্টার রবার্ট লেভানডস্কি-থমাস মুলার। চাপে থাকা বায়ার্নকে শেষ রক্ষা করেন লিওন গোরেটজা ম্যাচ শেষের চার মিনিট আগে জয়সূচক গোল করে।
এরআগে প্রথমার্ধে জশুয়া জিরকজির গোলে বায়ার্নের লিড। যার স্থায়িত্ব ১১ মিনিট। মুনশেনগ্ল্যাডবাখকে সমতায় ফেরান বাভারিয়ান ডিফেন্ডার বেঞ্জামিন পার্ভাড আত্মঘাতী গোলে। ৩১ ম্যাচে শীর্ষ দল বায়ার্নের অর্জন ৭৩ পয়েন্ট।
এদিকে ইতালিয়ান কাপের ফাইনালে য়্যুভেন্তাসের সঙ্গী নাপোলি। ইন্টারের সাথে ম্যাচ ১-১ সময়তায় শেষ হলেও, অ্যাগ্রিগেটে শেষ রক্ষা নেপলস জায়ান্টের।
প্রথম লেগে ১-০-র জয় পাওয়া নাপোলি চাপে পড়ে ম্যাচের দ্বিতীয় মিনিটে ক্রিশ্চিয়ান এরিকসনের দুরন্ত গোলে ইন্টার লিড নিলে।
তবে প্রথমার্ধ শেষের আগেই স্বাগতিকরা সমতায় ফেরে মার্টেন্সের গোলে। ২০১৪ সালের পর আবারো ইতালিয়ান কাপ শ্রেষ্ঠত্বের সুযোগ নাপোলির।
করোনা বিরতির পর লা লিগায় দুরন্ত প্রত্যাবর্তন লিগ লিডার বার্সেলোনার। ৪-০ গোলে বিধ্বস্ত করেছে মায়োর্কাকে
খেলা
0 Views