ফরিদগঞ্জ প্রতিনিধি, এইউজেডনিউজ২৪: চাঁদপুরের ফরিদগঞ্জ প্রেসক্লাবের ২৯তম নির্বাচনে এবার সভাপতি হলেন মোহাম্মদ কামরুজ্জামান কামরুল। সাধারণ সম্পাদক আঃ ছোবহান লিটন। উপজেলা সাংবাদিকদের ন্যায্য অধিকার নিয়ে পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন নতুনভাবে নবনির্বাচিত স্থানীয় এই দুই সাংবাদিক নেতা। সেই সাথে প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তারা।
এরআগে, ম ফরিদগঞ্জ প্রেসক্লাবের ২৯তম ত্রি-বার্ষিক সাধারণ সভা সুষ্ঠু ও দৃঢ়তার সাথে সম্পন্ন করেন সভাপতি মোহাম্মদ নুরুন্নবী নোমান। শুক্রবার (১২ জুন) দিনব্যাপী পৃথক পৃথক অধিবেশনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ সতর্কতার সাথে সামাজিক দূরত্ব বজায় রেখে সভার কার্যক্রম পরিচালনা করা হয় বলেও জানান তিনি।
ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি। ১ম অধিবেশনে সংগঠনের কার্যক্রমের শুরুতে সদ্য প্রয়াত সাংবাদিক আবুল হাসনাতের পরিবারের কাছে ফরিদগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেন প্রধান অতিথি। এ সময় তিনি বলেন, এই দুর্যোগকালীন সময়ে সংবাদ কর্মীদের গুরুত্ব অপরিসীম। সংবাদকর্মীরা না থাকলে বর্তমান পরিস্থিতির অনেক কিছুই আমাদের অজানা থেকে যেত। সংবাদ কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে মাঠে ময়দানে বিচরণ করে সংবাদ সংগ্রহ করে। তাই উপস্থিত সকল সংবাদকর্মীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই মহামারী সময়ে ফরিদগঞ্জ প্রেসক্লাব প্রয়াত একজন সংবাদ কর্মীর পরিবারের পাশে দাঁড়ানোটা দৃষ্টান্ত হয়ে থাকবে। প্রত্যেকে নিজে সুস্থ থেকে পরিবারকে সুস্থ রাখতে খুবই সতর্কতার সাথে কাজ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান তিনি।
২য় অধিবেশনে সভাপতি নুরুন্নবী নোমান নতুন কমিটি গঠন করার প্রস্তাব উপস্থাপন করেন। এতে সভাপতি পদে ২ জন ও সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রার্থিতা ঘোষণা করেন। উভয় পদে সমঝোতার সুযোগ দিলেও প্রার্থীগণ সমঝোতায় একমত না হওয়ায় উভয় পদে গোপন ব্যালটের মাধ্যমে ২২ জন ভোটার মূল্যবান ভোট প্রয়োগ করেন। আনন্দ ও টান টান উত্তেজনার মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন সভাপতি। এতে সভাপতি পদে মোঃ কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক পদে আঃ ছোবহান লিটনকে বিজয়ী ঘোষণা করা হয়। এ সময় সংগঠনের সকল সদস্য উপস্থিত ছিলেন।