স্পোর্টস ডেস্ক, এইউজেডনিউজ২৪: আগামী ১৩ জুন মায়োর্কার বিপক্ষেই মাঠে নামতে পারবেন বলে আশাবাদ লিওনেল মেসি’র বার্সেলোনা কোচ কিকে সেতিয়েনের। এদিকে, শিরোপা ধরে রাখতে বার্সেলোনাকে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বলে ফুটবলারদের বার্তা দিয়েছেন বার্সা কোচ।
লম্বা অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। করোনার প্রভাবে আটকে যাওয়া স্প্যানিশ লা লিগা মাঠে ফিরতে যাচ্ছে। অধীর আগ্রহে ফুটবলার আর দর্শকরা। প্রিয় তারকাদের ফুটবল জাদু দেখতে যেন মুখিয়ে আছেন সবাই।
লা লিগা মহারণের আগে অবশ্য একটা দুশ্চিন্তা ছিল বার্সেলোনার প্রাণভোমরা লিওনেল মেসির খেলা নিয়ে। সম্প্রতি অনুশীলনে চোট পান এই বার্সা তারকা। ফলে ১৩ জুন মায়োর্কার বিপক্ষে খেলতে পারবেন কিনা তা নিয়ে দেখা দেয় সংশয়। তবে সব শঙ্কা উড়িয়ে দিলেন বার্সা কোচ কিকে সেতিয়েন। মেসি মাঠে ফিরতে পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।
বার্সেলোনার কোচ কিকে সেতিয়েন বলেন, সম্প্রতি অনুশীলনে মাসেল ইনজুরিতে পড়েন মেসি। দলে সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য মেসি। তার ইনজুরিতে পড়াটা নিঃসন্দেহে উদ্বেগের বিষয়। তবে আশার কথা হচ্ছে মেসি সেরে উঠেছেন। লা লিগায় খেলতে তার কোন সমস্যা নেই।
বার্সার সামনে এখনো বাকি অনেক ম্যাচ। চলতি মৌসুমে সামনে কি অপেক্ষা করছে তা জানা নেই কারোই। তবে সামনের ম্যাচগুলোকে কঠিন চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন বার্সা কোচ সেতিয়া। শিরোপা ধরে রাখতে মরিয়া তিনি।
কিকে সেতিয়েন বলেন, সামনে এখনো ১১টি ম্যাচ খেলতে হবে আমাদের। সহজ হবে না ম্যাচগুলো। এখন পর্যন্ত আমরা শীর্ষে আছি। তবে এই অবস্থান ধরে রাখতে কঠিন পরীক্ষা দিতে হবে। ম্যাচ বাই ম্যাচ ভালো খেলে শিরোপা ধরে রাখতে চাই।
লা লিগার পয়েন্ট টেবিলে বার্সার সংগ্রহ.ম্যাচে.পয়েন্ট। বিপরীতে সমান ম্যাচে. পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে রিয়াল মাদ্রিদ।