ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: পুলিশি নির্মমতায় কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় টানা ১৩তম দিনের মতো বিক্ষোভে উত্তাল পুরো যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ডিসি থেকে ন্যাশনাল গার্ড সদস্যদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিক্ষোভ অব্যাহত আছে অস্ট্রেলিয়া, এশিয়া, ইউরোপেও। হোয়াইট হাউজের সামনে ফের বিক্ষোভে জড়ো হন আন্দোলনকারীরা। নিউইয়র্কে বিক্ষোভে নামেন স্বাস্থ্যকর্মীরাও। নর্থ ক্যারোলাইনায় ফ্লয়েডের স্মরণসভায় যোগ দেন কয়েক হাজার মানুষ।
ভার্জিনিয়ার সাবেক সিনেটর উইলিয়ামস কার্টার ভিকহ্যামের ভাস্কর্য্য উপড়ে ফেলেছে বিক্ষোভকারীরা। বিক্ষোভের জেরে এবার পুলিশ বিভাগ ভেঙে নতুন জননিরাপত্তা মডেল উত্থাপনের প্রতিশ্রুতি দিয়েছে মিনিয়াপোলিস কাউন্সিল।
বর্ণবাদ বিরোধী বড় বিক্ষোভ হয়েছে, যুক্তরাজ্যের লন্ডন, ম্যানচেষ্টার ও নটিংহামে। মার্কিন দূতাবাস ঘেরাওকালে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ইংল্যান্ডের ব্রিসটলে, বিক্ষুদ্ধ আন্দোলনকারীরা উপড়ে ফেলেন সপ্তদশ শতাব্দীর দাস ব্যবসায়ী এডওয়ার্ড কোলস্টোনের ভাস্কর্য।
হংকং, স্পেন এবং ইতালিতেও বড় ধরনের বিক্ষোভ হয়।
পুলিশি নির্মমতায় কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় টানা ১৩তম দিনের মতো বিক্ষোভে উত্তাল পুরো যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক
0 Views