ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: বর্ণবাদবিরোধী বিক্ষোভ যুক্তরাষ্ট্রে বিক্ষোভের ১২তম দিনে রাজপথে ঢল নামে লাখো মানুষের। রাজধানী ওয়াশিংটন ডিসিতে হয়, সবচেয়ে বড় প্রতিবাদ সমাবেশ।
বড় ধরণের বিক্ষোভ হয়েছে, নিউইয়র্ক, সান ফ্রান্সিসকো ও শিকাগোতে। প্রশাসনের নিষেধাজ্ঞা স্বত্ত্বেও সিয়াটলে বিক্ষোভকারীদের ওপর পুলিশের পিপার স্প্রে ও স্টান গ্রেনেড নিক্ষেপের অভিযোগ উঠেছে।
বিক্ষোভকালে ৭৫ বছরের বৃদ্ধকে ধাক্কা দিয়ে আহতের ঘটনায় দুই পুলিশকে অভিযুক্ত করা হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর অভিযোগ, ফ্লয়েড ইস্যুকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছে চীন।
বর্ণবাদের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্নের মতো শহরে চলছে বিক্ষোভ। জার্মানির হ্যামবার্গে বিক্ষোভকারীদের ওপর হামলা চালায় পুলিশ।
বর্ণবাদবিরোধী বিক্ষোভ যুক্তরাষ্ট্রে বিক্ষোভের ১২তম দিনে রাজপথে ঢল নামে লাখো মানুষের
আন্তর্জাতিক
0 Views