ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে হত্যার ঘটনায় এখনও ক্ষোভে উত্তাল গোটা যুক্তরাষ্ট্র। এতে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি বিক্ষোভকারীদের। বিক্ষোভ অব্যাহত আছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়াসহ পশ্চিমা দেশগুলোতেও। বৃহস্পতিবার মিনিয়াপোলিসের নর্থ সেন্ট্রাল ইউনিভার্সিটি চ্যাপেলে ফ্লয়েডের শেষকৃত্যে যোগ দেন অনেকে। এ কৃষ্ণাঙ্গ যুবককে হত্যার মুহুর্তটিকে স্মরণে ৮ মিনিট ৪৬ সেকেন্ড নিরবতা পালন করা হয়। বর্ণবাদকে মহামারীর চেয়ে ভয়াবহ আখ্যা দেন ফ্লয়েডের আইনজীবী।
কারফিউ ভেঙে নিউইয়র্কে বিক্ষোভ করেন হাজারখানেক মানুষ। হাটুগেড়ে ফ্লয়েডের প্রতি শ্রদ্ধা জানান নিউইয়র্কের গভর্নর।এদিকে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভকারীদের ওপর রাসায়নিক স্প্রে ব্যবহারের ঘটনায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ওয়াশিংটনের ফেডারেল কোর্টে মামলা করেছে দ্য আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন।
পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে হত্যার ঘটনায় এখনও ক্ষোভে উত্তাল গোটা যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক
0 Views