স্পোর্টস ডেস্ক, এইউজেডনিউজ২৪: ২০ হাজার দর্শকের উপস্থিতিতে ১ আগস্ট এফএ কাপের ফাইনাল আয়োজন করা হবে। এমন পরিকল্পনার কথা জানিয়েছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন। তবে পেশাদার ফুটবল মাঠে ফিরলেও আগের মতো জৌলুশ থাকবে না। দর্শক শূন্য স্টেডিয়ামে খেলা হলে আবেদন হারাবে প্রিমিয়ার লিগও। এমনটাই মনে করেন ব্রিটিশ বিশ্লেষকরা।
এতো এতো হতাশা, দুশ্চিন্তা, সীমাবদ্ধতায় দুঃসহ মানুষের জীবন। করোনাভাইরাস বিষয়ে তুলেছে সবকিছু। আক্রান্ত, মৃত্যু, লকডাউন, আইসোলেশন- গেল কয়েকটা মাস এসবই সবচেয়ে বেশি উচ্চারিত। সাপ্তাহিক ছুটির সন্ধ্যাগুলো এ আড়াই মাসে ফুটবলের রঙে রঙিন হয়নি। তাই হৃদয়ে দোলা দিয়ে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগের প্রত্যাবর্তনের খবর। কিন্তু চিরায়ত সেই জৌলুশ কি থাকবে? দর্শক শূন্য মাঠে কি সে আবহ থাকবে? ৯০ মিনিট চিৎকারে ফেটে পড়া গ্যালারিতে থাকবে পিনপতন নীরবতা। মাঠ আর ডাগআউটে থাকা দুদলের ফুটবলার আর সীমানার পাশে দাঁড়ানো কোচ-ফুটবল কি এতোটুকুই! দারুণ সব গোল করেও থাকতে হবে নীরব। অভ্যর্থনা নেই, উল্লাস নেই। ১৬ মে থেকে শুরু হওয়া বুন্দেস লিগার দৃশ্য যে এমনই। একই চিত্র থাকবে ইপিএলেও তা সহজ অনুমেয়।
নিরপেক্ষ ভেন্যু নিয়ে বিতর্ক আছে। একাধিক ক্লাব নিরপেক্ষ ভেন্যুতে খেলার পক্ষে নয়। তাদের দাবি, নিজেদের ভেন্যুতে খেললে অন্তত স্বাগতিক দর্শকদের কাছাকাছি থেকে মানসিকভাবে দৃঢ় থাকা যেতো। এসব বিতর্কের মাঝে একটা বড় খবর আছে দর্শকদের জন্য। ১ আগস্ট মাঠে ফিরতে পারবেন তারাও। হাজার বিশেক দর্শকের উপস্থিতিতে এফএ কাপের ফাইনাল আয়োজন করতে চায় ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন। তবে তার আগে করোনাভাইরাস ইনফেকশনের মাত্রা দশমিক পাঁচে নেমে আসতে হবে। আর তা হলে ওয়েম্বলির ফাইনালে নিজ নিজ দলকে সমর্থন জানাতে উভয় দলের অন্তত ১০ হাজার সমর্থক মাঠে প্রবেশের সুযোগ পাবেন।