স্পোর্টস ডেস্ক. এইউজেডনিউজ২৪: দেশি কোচদের সাথে চুক্তি পুর্নবিন্যাস করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। তবে বেতন কাটার কোন চিন্তা ভাবনা নেই বিসিবির। পরিস্থিতি স্বাভাবিক হলে টানা খেলার কারনে ক্রিকেটারদের ওপর বিরূপ প্রভাব পরার আশঙ্কা করছেন বিসিবি পরিচালক আকরাম খান।
গুঞ্জন ওঠেছিলো বিদেশি কোচদের বেতন কাটার চিন্তা-ভাবনা করছে বিসিবি। তবে আপাতত সে পথে না হাঁটলেও কিছু জটিলতার মুখোমুখি ঠিকই হচ্ছে ক্রিকেট বোর্ড।
হেডকোচ রাসেল ডোমিঙ্গোর চুক্তি শেষ হচ্ছে ২০২১ এর আগস্টে। পেস বোলিং কোচ ওটিস গিবসনের মেয়াদ ২০২২ এর জানুয়ারি পর্যন্ত। এরা মাসিক বেতন পেলেও দিন
হিসেবে বেতন পান ড্যানিয়েল ভেট্টোরি ও নেইল ম্যাকেঞ্জি। এ দুজনের মধ্যে ভেট্টোরির মেয়াদ চলতি বছরের নভেম্বরে শেষ হতে চলেছে। চুক্তি অনুযায়ী ১০০ দিন কাজ
করার কথা থাকলেও করোনার কারনে অর্ধেক কাজও শেষ হয়নি এ কিউই লেজেন্ডের। সেক্ষেত্রে ভেট্টোরি সহ পুরো কোচিং স্টাফের চুক্তি পুর্নবিন্যাস করতে চায় বিসিবি।
কোভিড নাইনটিনের কারনে একের পর এক সিরিজ বাতিল হওয়ায় নতুন দুশ্চিন্তায় বিসিবি। বিশেষ করে ক্রিকেট ফেরার পর আঁটসাঁট শিডিউল ক্রিকেটারদের ওপর বাড়তি
চাপ সৃষ্টি করবে বলে মনে করছেন বিসিবি পরিচালক আকরাম খান।
ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো দেশগুলো শিগগিরই ক্রিকেট ফেরানোর উদ্যোগ নিলেও, ক্রিকেটারদের সুরক্ষার কথা চিন্তা করে বিপরীত অবস্থানে বিসিবি। সূত্র : সময় টিভি