স্পোর্টস ডেস্ক,এইউজেডনিউজ২৪: প্রথম টেস্টের ভেন্যু রাওয়ালপিন্ডিতে পাকিস্তান্তে টেস্ট ম্যাচ ক্রিকেট খেলতে পৌঁছেছে বাংলাদেশ দল।। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে কাতার এয়ারওয়েজে, দোহা থেকে ইসলামাবাদে পৌছে বাংলাদেশ দল। এরপর ৪৫ মিনিট দূরত্বের শহর রাওয়ালপিন্ডিতে পৌছায় মুমিনুলের দল। ম্যারিয়ট ইন্টারন্যাশনাল হোটেলে উঠেছেন টাইগাররা। রাওয়ালপিন্ডি থেকে হোটেলের দূরত্ব ৪৫ মিনিটের ড্রাইভিং পথ।
এবারের পাকিস্তান যাত্রায় প্রথমে কাতারের রাজধানী দোহায় যাত্রাবিরতি নিতে হয়েছে বাংলাদেশকে। পরে সেখান থেকে বিমানযোগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ পৌছেছে টাইগাররা।
প্রায় পনের ঘন্টার ভ্রমনে ক্লান্ত ক্রিকেটাররা আজ বিশ্রামে থাকবেন। ম্যাচ পূর্ববর্তী একমাত্র অনুশীলন সেশনটি হবে কাল। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলন করবেন কোচ রাসেল ডমিঙ্গো।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) প্রথম টেস্টে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে পাকিস্তানের বিপক্ষে খেলা দশ ম্যাচের নয়টিতে হেরেছে বাংলাদেশ। এক ম্যাচ ছিলো ড্র। সূত্র : চ্যানেল ২৪ টিভি