রাজধানীতে ত্রাস সৃষ্টিকারী কিশোর গ্যাংয়ের গ্রুপ-লীডারসহ ২০ জনকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে র্যাব-৩। রোববার (১৭ মার্চ) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব-৩।
র্যাব-৩ জানায়, গোয়েন্দার মাধ্যমে রাজধানীর কদমতলী ও হাতিরঝিল থানাধীন এলাকায় কিছু কিশোর গ্যাং এর কার্যক্রম সংক্রান্ত তথ্য পাওয়া যায়। তথ্যমতে, তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় আধিপত্য বিস্তারের নামে পেশিশক্তি প্রদর্শন করে আসছে। তারা মাদক সেবন, সাইলেন্সারবিহীন মোটরসাইকেল চালিয়ে বিকট শব্দ করে জনমনে ভীতির সঞ্চার, স্কুল-কলেজে বুলিং, র্যাগিং, ইভটিজিং, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদক সেবন, অস্ত্র প্রদর্শন এবং অশ্লীল ভিডিও শেয়ারসহ নানাবিধ অনৈতিক কাজে লিপ্ত, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিশ্চিত ক্ষতির মুখে ধাবিত করছে। এরইপ্রেক্ষিতে কিশোর গ্যাং এর বিপথগামী সদস্যদের আইনের আওতায় আনতে র্যাব-৩ সাস্প্রতিক গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৩ এর পৃথক পৃথক আভিযানিক দল রাজধানীর কদমতলী ও হাতিরঝিল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে কিশোরগ্যাং ‘ফয়েজ-আরাফাত’ গ্রুপের ৭ জন, ‘সিয়াম’ গ্রুপের ৪ জন, ‘অনিক’ গ্রুপের ৪ জন এবং ‘কুনিপাড়া স্কোয়াড’ গ্রুপের ৫ জন সহ মোট ২০ জন সক্রিয় সদস্যকে আটক করে।
আটককৃত কিশোর গ্যাং সদস্যরা হলেন, মো. ইয়াসিন আরাফাত, রাশেদ হাজারী, মো. রাসেল ইসলাম, মো. তামিম মিয়া, পিতা-মো. কামরুজ্জামান, রাতুল হাসান, মমিনুল ইসলাম হৃদয়, মো. রাকিব, সাইফুল ইসলাম সিয়াম, আশিকুল ইসলাম স্বাধীন, মো. ফয়সাল হোসেন রাব্বি, মো. নাঈম, মো. হাসান আহমেদ অনিক, মো. আমিনুল ইসলাম, মো. রাফিন, মো. আল আমিন, মো. রনিউজ্জামান, মো. রাকিব, মোহন মিয়া, মো. নাঈম মিয়া ও নাহিদ।
আটকের সময় তাদের কাছ থেকে ১ টি করে চাপাতি, ছুরি, শাবল ও হাসুয়া, ৩ টি ছোরা, ৪ টি চাকু, ২ টি করে ক্ষুর ও হেক্সোব্লেড, ২৫ পুরিয়া গাঁজা, ৬ টি মোবাইল এবং চাঁদা উত্তোলনের নগদ ৪ হাজার ৫৪০ টাকা উদ্ধার করা হয়।