ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: সকল জল্পনা-কল্পনা শেষে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেলো যুক্তরাজ্য। ৪৭ বছরের সম্পর্ক ছিন্ন করে স্থানীয় সময় শুক্রবার রাত এগারোটায় আনুষ্ঠানিকভাবে শুরু হয় ব্রিটেনের একা পথ চলা। ব্রেক্সিট বাস্তবায়নকে নতুন যুগের সূচনা বলছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।
ঘড়ির কাঁটা ১০ টা ৫৯। ব্রিটিশ পার্লামেন্টের সামনে অপেক্ষায় হাজারো মানুষ। ১১টা বাজতেই অবসান ঘটলো প্রায় অর্ধ শত বছরের ঐতিহাসিক সম্পর্কের। ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেলো ব্রিটেন।
যুক্তরাজ্যের বিদায় ইউরোপীয় জোটের ইতিহাসে প্রথম ভাঙন। গত বুধবার ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা ব্রিটেনের সঙ্গে বিচ্ছেদের শর্তগুলো আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেন।
ওয়েস্টমিনস্টারে জাতির উদ্দেশ্য দেয়া ভাষণে ব্রেক্সিট কার্যকরকে নতুন যুগের ভোর বলে অভিহীত করেন প্রধানমন্ত্রী বরিস।
আগামী ১১ মাস পরিবর্তনকালীন সময় হিসেবে বিবেচিত হবে। এই সময়ের মধ্যে ব্রিটেনকে ইউরোপের দেশগুলোর সাথে দর কষাকষি চালিয়ে যেতে হবে।
এতদিন ইউরোপের জোটভুক্ত ২৮টি দেশের বাণিজ্য, কৃষি, শিল্প, অভিবাসনসহ অনেক কিছুই ইইউ’র একক সিদ্ধান্ত অনুযায়ী পরিচালিত হতো। এখন ব্রিটেন স্বাধীন অস্তিত্ব গড়ে তোলার স্বপ্ন দেখছে। তবে বিচ্ছেদ পরবর্তী পরিস্থিতি সামাল দেয়া নিয়েও শঙ্কা রয়েছে।