ইন্টারন্যাশনাল ডেস্ক, এ্ইউজেডনিউজ২৪: যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানি জেনারেল কাশেম সোলায়মানিকে হত্যার পর তেহরানের ক্ষেপণাস্ত্রে ইউক্রেনের বিমান বিধ্বস্ত নিয়ে নতুন তথ্য দিয়েছে রাশিয়া। সীমান্তে মার্কিন যুদ্ধবিমান উড়ার খবরে ইরান ঘাবড়ে গিয়ে ইউক্রেনের বিমান বিধ্বস্ত করেছিল বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
শুক্রবার (১৭ জানুয়ারি) শুক্রবার রাশিয়ার রাজধানী মস্কোতে বার্ষিক সংবাদ সম্মেলনে সের্গেই ল্যাভরভ এ কথা বলেন বলে খবর প্রকাশ করেছে রুশ সংবাদমাধ্যম স্পুটনিক নিউজ। খবরে বলা হয়েছে, ওই সময় ইরান সীমান্তে অত্যাধুনিক ছয়টি মার্কিন যুদ্ধবিমান এফ-৩৫ উড়ছিল বলে সংবাদ পায় ইরানের প্রতিরক্ষা দফতর। আর এ বার্তা পেয়ে ঘাবড়ে যায় তারা। তাই কোনো বাঁধবিচার না করেই তেহরানে উড্ডয়নরত ইউক্রেনের যাত্রীবাহী বিমানটি ভূপাতিত করে তারা।